ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার দাবি, অভিযানের সময় যুক্তরাষ্ট্র মাদুরোর মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নিলে তাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের।
সাত দিন আগে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত দুই ঘণ্টার এক বৈঠকের ফাঁস হওয়া ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় রদ্রিগেজকে। ভিডিওটি স্থানীয় সাংবাদিকরা সংগ্রহ করেছেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্টকে অপহরণের একেবারে প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয়। আলটিমেটামের জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো, কংগ্রেসের সভাপতি ও তার ভাই হোর্হে রদ্রিগেজ এবং তাকে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল।
