নিউজ আলবানি ডেস্ক: ট্যাক্স মৌসুম এলেই অনেক পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। TurboTaxসহ বিভিন্ন বাণিজ্যিক ট্যাক্স প্রস্তুতি সেবায় শুধু রিটার্ন জমা দিতেই গুনতে হয় শত শত ডলার। বর্তমান আর্থিক বাস্তবতায়, এই খরচ অনেক পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে আশার আলো দেখাচ্ছে United Way of the Greater Capital Region–এর VITA (Volunteer Income Tax Assistance) প্রোগ্রাম। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য ব্যক্তি ও পরিবারগুলো সম্পূর্ণ বিনামূল্যে ট্যাক্স ফাইলিংয়ের সুযোগ পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বাড়ছে তাদের প্রাপ্য রিফান্ডের অঙ্কও।
নিউইয়র্ক স্টেট সিনেটর Patricia Fahy সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন,
“এই কঠিন সময়ে পরিবারগুলো যখন নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ট্যাক্স ফাইলিংয়ের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা কারও জন্যই সহজ নয়। United Way–এর VITA প্রোগ্রাম পরিবারগুলোকে বিনামূল্যে ও নির্ভরযোগ্যভাবে ট্যাক্স জমা দিতে সহায়তা করছে, যা তাদের আর্থিক স্বস্তি এনে দিচ্ছে।”
সিনেটর ফাহি আরও উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু খরচই বাঁচছে না, বরং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সহায়তায় অনেক পরিবার তাদের সর্বোচ্চ প্রাপ্য ট্যাক্স রিফান্ড নিশ্চিত করতে পারছে।
