নিউজ আলবানি ডেস্ক॥
নিউইয়র্কে জরাজীর্ণ ও যানজটপূর্ণ সড়ক সেতুর কারণে রাজ্যজুড়ে চালকদের প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে এমন তথ্য উঠে এসেছে একটি নতুন প্রতিবেদনে। সুত্র: স্পেকট্রাম নিউজ।
ওয়াশিংটন ডিসিভিত্তিক জাতীয় পরিবহন গবেষণা সংস্থা ট্রিপ এর গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক রাজ্যের প্রধান সড়কগুলোর প্রায় অর্ধেকই খারাপ বা মাঝারি মানের অবস্থায় রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, মেরামতের প্রয়োজন এমন সড়কে চলাচলের ফলে যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। পাশাপাশি যানজটের কারণে সময় ও জ্বালানি অপচয় হচ্ছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের অভাব থাকা সড়কে দুর্ঘটনাও এই ব্যয় আরও বাড়াচ্ছে। এসব কারণে ২০২২ সালের তুলনায় চালকদের ব্যয় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আমেরিকান কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ অব নিউইয়র্কের প্রেসিডেন্ট ও সিইও জন এভার্স বলেন, “TRIP–এর প্রতিবেদনটি স্পষ্ট করে দেখিয়েছে যে নিউইয়র্ক স্টেটের সড়ক ও সেতুগুলোর জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিস্থাপন প্রয়োজন। সড়কের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, প্রতি ১০টির মধ্যে ১টি সেতু কাঠামোগতভাবে দুর্বল হিসেবে চিহ্নিত, আর যানবাহন পরিচালনার খরচ লাগাতার বাড়ছে।”প্রতিবেদনটি আরও জানায়, রাজ্য-রক্ষণাবেক্ষণাধীন সড়কের ৭৩ শতাংশেরই কোনো না কোনো পর্যায়ে সংস্কার দরকার, যার আনুমানিক ব্যয় ৭.৭৬ বিলিয়ন ডলার। পাশাপাশি কাউন্টি ও স্থানীয় মালিকানাধীন সেতুগুলোর প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার।নিউইয়র্ক স্টেট বিজনেস কাউন্সিলের জোসেফ অ্যালস্টন বলেন, “বিনিয়োগ কমে যাওয়া ও ব্যয় বাড়ার ফলে নিউইয়র্কের পরিবহন ব্যবস্থা ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে। মানুষের জীবন রক্ষা, ব্যয় নিয়ন্ত্রণ এবং রাজ্যের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পরিবহন নেটওয়ার্ক আধুনিকায়ন অত্যাবশ্যক। বুদ্ধিদীপ্ত ও ধারাবাহিক বিনিয়োগই নিরাপত্তা উন্নত করা, ব্যয় কমানো এবং রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।”
