নিউজ আলবানি॥
আলবানির জননিরাপত্তা ও কমিউনিটি সংযোগ জোরদারে নগরবাসীর সঙ্গে সরাসরি সংলাপে গুরুত্ব দিচ্ছেন মেয়র ডর্সি অ্যাপলার্স। এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার স্টুয়ার্টস শপসে আলবানি পুলিশ বিভাগের প্রধান ব্রেনডান কক্স এর উপস্থিতিতে দ্বিতীয় দফা মিট অ্যান্ড গ্রিট কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের উদ্বেগ, অভিজ্ঞতা ও প্রস্তাব সরাসরি তুলে ধরেন। মেয়র অ্যাপলার্স বলেন, নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেলে মানুষ প্রকৃত সমস্যা ও বাস্তবসম্মত সমাধানের কথা বলতে পারেন, যা কোনো সভাকক্ষে বসে সম্ভব নয়।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নির্ভর করে বিশ্বাস, প্রবেশাধিকার এবং পারস্পরিক সহযোগিতার ওপর। নগর প্রশাসন উপস্থিত থেকে, মনোযোগ দিয়ে শুনে এবং পাড়া-মহল্লার সঙ্গে সংযুক্ত থেকে এই তিনটি বিষয়কে শক্তিশালী করতে চায়।
মেয়র নগরবাসীকে একটিভ কমিউনিটি সার্ভেতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই জরিপের মাধ্যমে বাসিন্দারা সরাসরি তাদের মতামত ও অগ্রাধিকার প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
