নিউজ আলবানি॥
নিউইয়র্কে গাড়ির বীমার অস্বাভাবিক উচ্চ খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিউইয়র্কের চালকদের জন্য অটো ইন্স্যুরেন্সের খরচ “অত্যধিক বেশি” হয়ে উঠেছে।
গভর্নর হোকুল জানান, এই ব্যয় কমাতে রাজ্য সরকার বীমা সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তাঁর ভাষায়, বীমা জালিয়াতি বন্ধ করা গেলে চালকদের ওপর আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব হবে।
রাজ্যজুড়ে বীমা জালিয়াতি দমনে নজরদারি জোরদার করা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি এবং প্রতারণামূলক দাবির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সাধারণ চালকদের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
বিশেষজ্ঞদের মতে, গভর্নরের এই উদ্যোগ কার্যকর হলে নিউইয়র্কে দীর্ঘদিন ধরে বাড়তে থাকা গাড়ির বীমার প্রিমিয়াম ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে পারে।

