নিআ ডেস্ক॥ আলবানিতে অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটি সংযোগ “মিট দ্য আসাল”। গত রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ‘আসাল’ এর জাতীয় ও নিউইয়র্ক আপস্টেট কমিটির কার্যক্রম বিষয়ে স্থানীয়দের অবগত করতে যৌথভাবে এই আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জনশক্তি উন্নয়ন প্রতিষ্ঠান ‘ট্রিপল জিরো’ ও ‘ সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘সাসটেইন সিকিউর’।
আসাল আপস্টেট এর প্রেসিডেন্ট প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটির সামনে আয়োজনের মূল ধারণা উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান দুটির সত্তাধিকারী মাহবুব রহমান।
আলবানির ১১৭ নর্থ লেক এভিনিউয়ের শ্যাফ্রন রেস্টুরেন্টের ওই আয়োজনে আলবানি ও পাশ্ববর্তী শহরে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির কৃতি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংযুক্ত কয়েকজন অন্যদেশি আমেরিকান। তারা বাংলাদেশি কমিউনিটির চাকরি, পেশা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধন সমৃদ্ধ করার উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. জসিম উদ্দিন, ড. খায়রুল কবীর, প্রকৌশলী ফারুক আহমেদ, ড. মিয়ান আদনান, আসাল জাতীয় কমিটির করেসপণ্ডেন্ট সেক্রেটারি রাশতাব মাহমুদ শুভ, রফিকুজ্জামান খান, রেহানা পারভীন, তাশমিনা হক, লাইলা খালেদা, শাফায়েতুর রহমান, আদিত্য শাহীন প্রমুখ।
